নীলফামারী প্রতিনিধি : বিরোধী জোটের চলমান অবরোধ নীলফামারীর সৈয়দপুরের সড়ক পরিবহন শ্রমিকদের জীবন বিপন্ন করে তুলেছে। সড়কে মোটরযান চলাচল না করায় তাদের আয়-রোজগার বন্ধ হয়ে গেছে। কর্মহীন থাকায় সৈয়দপুরের প্রায় ৭ হাজার মোটর শ্রমিক পরিবার মানবেতর জীবনযাপন করছে। আর্থিক দৈন্যতায় তাদের তিন বেলা আহারও ঠিকমতো জুটছে না। ফলে অনেকে ধার-কর্জ করতে গিয়ে ঋনের জালে জড়িয়ে পড়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, সৈয়দপুর- নীলফামারীর আন্ত:জেলা ও উপজেলা রুটে প্রায় সহস্রাধিক বস, মিনিবাস, ট্রাক-ট্যাংকলড়ি, পিকআপ, মাইক্রোকাস চলাচল করে। এসব পরিবহনের চালক, সুপারভাইজার, হেলপার ও পণ্য পরিবহন শ্রমিক মিলিয়ে প্রায় ৭ হাজার শ্রমিক নিয়োজিত রয়েছে। তারা দৈনিক মজুরির ভিত্তিতে শ্রম বিক্রি করে থাকে। কিন্ত বিরোধী জোটের চলমান অবরোধে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এসব যানবাহনের চাকা না ঘোরায় তারা হয়ে পড়েছে কর্মহীন। আয়ের উৎস বন্ধ থাকায় তারা পরিবার-পরিজন নিয়ে মহাসংকটে পড়েছে তারা। বর্তমানে তাদের অবস্থা এতটাই নাজুক যে, তাদের এখন ধারকর্জ পাওয়াও দুষ্কর হয়ে পড়েছে। সব মিলিয়ে অবরোধে তাদের জীবন যন্ত্রনাদায়ক হয়ে উঠেছে। একই সঙ্গে বাস টার্মিনাল কেন্দ্রীক ব্যবসা বাণিজ্যের চরম মন্দা চলছে। আয় কমে যাওয়ায় দোকানীরাও পড়েছেন বিপাকে। নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন শ্রমিকদের দুরাবস্থার সত্যতা স্বীকার করে বলেন, অবরোধে সড়ক পরিবহন শ্রমিকরা চরম কষ্ট ভোগ করছে। অবরোধ এসব পরিবারকে পথে বসিয়েছে।