সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সীমান্ত বাজার নামক স্থানে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক মহিলাসহ ৩ জন নিহত হয়েছে। ৩ জানুয়ারী শুক্রবার রাত ৯টার দিকে ওই দূর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বগুড়া থেকে আলূ ভর্তি একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়। নিহত দুই জনের লাশ ট্রাকের কেবিন থেকে উদ্ধার করা হয়। আহত হয় ৪ জন। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হলে পথে এক মহিলার মৃত্যু হয়। নিহতদের পরিচয় জানা যায়নি। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।