সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের ঝাঐল এলাকায় ডাকাত-পুলিশ গুলিবিনিময়ে এক ডাকাত নিহত হয়েছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটি এম আমিনুল ইসলাম জানান, শুক্রবার রাতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের ঝাঐলে বিভিন্ন পরিবহনে ডাকাতি করছিল সংঘবদ্ধ একটি ডাকাত দল। খবর পেয়ে পুলিশের একটি টহল পিকআপ সেখানে পৌছে ডাকাতদের ধাওয়া করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। ডাকাতরাও এসময় পাল্টা গুলি ছুড়লে এক ডাকাত নিহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে ।