সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সীমান্তে ৩ কেজি গান পাউডার, এসিড, বিস্ফোরক দ্রব্য, একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি। এ সময় দু’ পাচারকারিকে আটক করা হয়েছে। ৪ জানুয়ারী শনিবার ভোরে ভোমরা ও কলারোয়ার মাদ্রা সীমান্ত থেকে ওইসব আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার পাঁচবেড়িয়া গ্রামের বাবর আলীর ছেলে বাবর আলীর ছেলে মোক্তার আলী (৫৫) ও কলারোয়া উপজেলার ভাদিয়ালি গ্রামের লিয়াকত আলীর ছেলে গোলাম রেজা (৩০)।
সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক হেকমত আলী জানান, গোপন খবরের ভিত্তিতে শনিবার ভোর ৪টার দিকে ভোমরা বন্দরের ওয়ারহাউজ সংলগ্ন একটি গলির মুখ থেকে মোক্তার আলীকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা একটি ট্রাভেল ব্যাগে ৫শ গ্রাম করে ৬ কৌটা ভারতীয় সালফার পাউডার, এক বোতল ভারতীয় মিথাইল সিলি সাইলেটেড ও ৫শ মিলিলিটার ফরমিক এসিড উদ্ধার করা হয়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ওই ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক আইনে একটি মামলা রুজু হয়েছে।