শনিবার , ৪ জানুয়ারি ২০১৪ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাতক্ষীরার দুটি আসনে দুই প্রার্থী হতাশ,কাল ভোট

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ৪, ২০১৪ ২:২৯ অপরাহ্ণ

Satkhira-map2নজরুল ইসলাম তালা, সাতক্ষীরা : নৌকা প্রতীক থেকে খোদ আওয়ামী লীগ নেতারাই মুখ ফিরিয়ে নিয়েছেন। গোপনে এমনকি প্রকাশ্যেও তারা প্রচার চালাচ্ছেন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ।  আর এই সুযোগটি নিয়েছে বিএনপি ও জামায়াত ।  তারাও  কৌশলে স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নিয়ে আওয়ামী লীগ ও নৌকাকে কলা দেখাচ্ছে । এর ফলে  কাল যে দুটি আসন সাতক্ষীরা ১ ( তালা  কলারোয়া ) ও সাতক্ষীরা ২ ( সাতক্ষীরা সদর ) এ ভোট হচ্ছে  তার   ফলাফল কি হবে তা নিয়ে দ্বিধাদ্ব›েদ্ব পড়েছেন ভোটাররা ।  তারা বলছেন এমনিতেই এই ভোটে মানুষের আগ্রহ নেই।  তার ওপর আওয়ামী লীগ নেতারা যদি নৌকার বিপরীতে দাঁড়িয়ে মজা দেখান তাহলে তো ফলাফল ভালো আশা করার কোনো কারণ নেই । নৌকা প্রতীকের বিপক্ষে দাঁড়ানো আওয়ামী লীগের এসব নেতাদের কেউ কেউ মনোনয়ন না পেয়ে নতুন করে তাদেরকে  মনোনয়ন দেওয়ার অনুরোধ জানিয়েও বিফল হন ।
সাতক্ষীরা ১ আসনে ১৪ দলের প্রার্থী হিসাবে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন ওয়ার্কার্স পার্টির এড. মোস্তফা লুৎফুল্লাহ ।  তার বিপরীতে রয়েছেন কেন্দ্রীয় সৈনিক লীগ নেতা সরদার মুজিব ।  তালা ও কলারোয়ার এই আসনে সদ্য বিদায়ী সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমান । এবার তিনি মনোনয়ন না পেয়ে ভীষন ক্ষুব্ধ । এমন কি এই আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রার্থী তালা উপজেলা দলের সভাপতি শেখ নুরুল ইসলাম দলীয়  মনোনয়ন পেয়েও  ১৪ দলের মনোনয়ন বঞ্চিত হয়েছেন ।  ফলে তিনিও দারুন ক্ষুব্ধ  হয়ে আছেন ।  এমন অবস্থায় তারা নৌকা প্রতীকের পক্ষে কোনো কাজ  করেন নি ।  বরং সমর্থন দিয়েছেন হরিন প্রতীক নিয়ে প্রতিদ্ব›িদ্বতাকারী সৈনিক লীগের সরদার মুজিবকে যাকে তারা এতোদিনে কোনো রকম সমর্থন দেন নি ।  তালা ও কলারোয়ার এমনকি জেলা পর্যায়ের আওয়ামী লীগ নেতা কর্মীরা ১৪ দলের প্রার্থী এড. মোস্তফা লুৎফুল্লাহএর পক্ষে মাঠে নামেন নি ।  বরং গোপনে এমন কি  প্রত্যক্ষভাবেও তারা নৌকার বিপক্ষে কাজ করে দলীয় প্রতীককে হারিয়ে দেওয়ার সব আয়োজন করেছেন বলে জানিয়েছেন ভোটার সাধারন ।   এই আসনে মোট ভোটার তিন লাখ আশি হাজার দুইশ’ আট জন ।  ১৪৬ টি কেন্দ্রে তারা ভোট দেবেন ।
এদিকে সাতক্ষীরা ২ আসনেও অবস্থা তথৈবচ ।  এখানকার স্বতন্ত্র প্রার্থী শ্রমিক লীগ নেতা  সাইফুল করিম সাবু বলেছেন তিনি জেলা উপজেলা এমনকি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের  আওয়ামী লীগ নেতা কর্মীদের মত ও সমর্থন নিয়ে নির্বাচনে নেমেছেন  ।  তিনি বলেন ‘নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্ব›িদ্বতাকারীরা বলছেন আওয়ামী দলীয় প্রার্থীকে যে কোনোভাবে জেতানো হবে ’ । এ প্রসঙ্গে তিনি আরও বলেন এমনটি হলে ভোট কেন্দ্রে কারচুপি করা হবে বলে তিনি জানতে পেরেছেন ।  তিনি দাবি করেছেন তার পক্ষে আওয়ামী লীগ নেতারা পরিশ্রম করছেন ।  অপরদিকে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্ব›িদ্বতাকারী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি অভিযোগ করে বলেন তার পক্ষে আওয়ামী লীগের নেতারা কাজ করছেন না ।  তারা বরং স্বতন্ত্র প্রার্থী হরিন প্রতীককে জেতাতে ব্যাপক গন সংযোগ করছেন । আওয়ামী লীগের এসব নেতা ও কর্মীরা তাদের সমর্থকদের বলে দিচ্ছেন  নৌকাকে না দিয়ে ভোট হরিন প্রতীকে দিতে । জেলা আওয়ামী লীগের এই ধন্দে জড়িয়ে পড়েছেন দলে র জেলা সভাপতি প্রকৌশলী শেখ মুজিবর রহমান , সেক্রেটারি মো. নজরুল ইসলাম , যুগ্ম সম্পাদক অধ্যাপক আবু আহমেদ , উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম শওকত হোসেন প্রমুখ  ।  তারা সরাসরি নৌকার বিপক্ষে   দাঁড়িয়েছেন বলে অভিযোগ করেছেন নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্ব›িদ্বতাকারী মীর মোস্তাক আহমেদ রবি ।  এই আসনে  তিন লাখ চৌদ্দ হাজার দুই শ’ সাতাত্তর জন ভোটার ১৩১ টি কেন্দ্রে তাদের ভোট দেবেন ।
এই পরিস্থিতি  মোকাবেলায় আওয়ামী লীগ তথা ১৪ দল   মনোনীত প্রার্থীর নৌকা প্রতীকের হয়ে কাজ করার আহবান জানাতে গত ২৮  ডিসেম্বর সাতক্ষীরায় এসেছিলেন কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কবির নানক , মির্জা আজম , এসএম কামাল ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডা. আফম রুহুল হক ।   তাদের অনুরোধে  সামনা সামনি  সাড়া দিয়েও সাতক্ষীরার আওয়ামী লীগ নেতৃত্ব মুখ ফিরিয়ে নিয়েছেন নৌকা প্রতীক থেকে ।  আর এতে শেষ মুহুর্তে এসে হতাশ হয়ে পড়েছেন  দুটি আসনের নৌকা প্রতীকের দুই প্রার্থী এড. মোস্তফা লুৎফুল্লাহ ও মীর মোস্তাক আহমেদ রবি।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!