মজনু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার একটি ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে উপজেলার আউখাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়ানুছ আলী জানান, বিদ্যালয়ের দুটি কক্ষে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কক্ষে থাকা একটি মানচিত্রসহ কিছু মূল্যেবান কাগজপত্র পুড়ে গেছে। ঘটনা নিশ্চিত করে ভুলতা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মকবুল হোসেন বলেন, আতঙ্ক সৃষ্টি করতেই দর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।
এদিকে, উপজেলার কাঞ্চন পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দিয়েছেন দর্বৃত্তরা। এতে কার্যালয়ের প্রায় অর্ধেক অংশ পুড়ে গেছে। শুক্রবার রাতে উপজেলার ত্রিশকাহনিয়া এলাকায় ঘটে এ ঘটনা। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম জানান, গভীর রাতে ত্রিশকাহনিয়া এলাকার তাদের কার্যালয়ে আগুন দেয় দর্বৃত্তরা। শনিবার সকালে তারা কার্যালয়ে এসে আগুন দেয়ার ঘটনা জানতে পারেন বলেও জানান তিনি।