বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি : দশম জাতীয় সংসদ নির্বাচন ,২০১৪ সুষ্ঠু,অবাধ ও শান্তিপূর্ণভাবে পরিচালনার লক্ষ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলায় ০৪ জানুয়ারী,২০১৪ খ্রিঃ দিবাগত মধ্যরাত ১২.০০টা হতে ০৫ জানুয়ারী ,২০১৪ খ্রিঃ দিবাগত মধ্যরাত ১২.০০টা পর্যন্ত যানবাহন ও নৌযান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসক। রাঙ্গামাটি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ মোস্তফা কামাল স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, ১৯৮৩ সালের মোটর ভেহিক্যালস্ অধ্যাদেশের ( ১৯৮৩ সালের ৫৫নং অধ্যাদেশ) ৮৮ ধারা অনুযায়ী রাঙ্গামাটি পার্বত্য জেলায় (১) বেবী টেক্সী/অটোরিক্সা/ইজিবাইক,(২) ট্যাক্সিক্যাব,(৩) মাইক্রোবাস, (৪) জীপ,(৫) পিকআপ, (৬) কার, (৭) বাস, (৮) ট্রাক, (৯) টেম্পো, (১০) লঞ্চ, (১১) ইঞ্জিন চালিত সকল ধরনের নৌযান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। তবে রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্ধী প্রার্থী/তাঁদের এজেন্ট , দেশী/বিদেশী পর্যটকদের (নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত পরিচয় পএ থাকতে হবে) ক্ষেএে নিষেধাজ্ঞা শিথিলযোগ্য হবে। এছাড়া মহাসড়ক,বন্দর ও জরুরী পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরী প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ক্ষেএে নিষেধাজ্ঞা শিথিলযোগ্য হবে। গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে,নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশী/বিদেশী সাংবাদিক (নির্বাচন কমিশন/রিটার্নিং অফিসার কর্তৃক স্বাক্ষরিত পরিচয় থাকতে হবে) নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী,আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য,নির্বাচনী দেশী/বিদেশী পর্যবেক্ষক (নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত) এবং কতিপয় জরুরী কাজে যেমন-এ্যাম্বুরেন্স,ফায়ার সার্ভিস,বিদ্যুৎ,গ্যাস,ডাক,টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য যানবাহন চলাচলের ক্ষেএে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
গণবিজ্ঞপ্তিটিতে আরও উল্লেখ রয়েছে যে, রাঙ্গামাটি জেলার নদীপথে বিশেষ করে কাপ্তাই লেক ও নদী প্রধান এলাকায় লঞ্চ,স্পীডবোট ও ইঞ্জিনবোট চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ থাকবে। তবে ভোটারদের ভোটাধিকার প্রয়োগের জন্য ব্যবহৃত ক্ষুদ্র নৌযান চলাচলের উপর এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না বলে বিজ্ঞপ্তিতে উলেখ রয়েছে। এছাড়া , ০৩ জানুয়ারী ২০১৪ খ্রিঃ তারিখ দিবাগত রাত ১২টা হতে ০৭ জানুয়ারী ২০১৪ খ্রিঃ তারিখ রাত ১২ টা পর্যন্ত মটর সাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে গণবিজ্ঞপ্তিতে উলেখ রয়েছে।