মৌলভীবাজার প্রতিনিধি : কেক কেটে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে মৌলভীবাজার জেলা ছাত্রলীগ। শুক্রবার রাত বারোটা এক মিনিটে শহরের অস্থায়ী কার্যালয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হোসেন মো: ওয়াহিদের সভাপতিত্বে ছাত্রলীগ নেতাকর্মিরা কেক কাটেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগ সাধারণ সম্পাদক নাহিদ আহমদ। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম সোহান, রাজীব আহমদ প্রমুখ। কেক কাটা শেষে আলোচনা সভায় বক্তারা বলেন বিরোধী দলের হত্যা-নৈরাজ্য,হরতাল-অবরোধসহ সকল নাশকতা জনগণকে সাথে নিয়ে মোকাবেলা করবে।