মেহের আমজাদ, মেহেরপুর : দশম জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুরে দুটি আসনের ১৭৮ টি কেন্দ্রে ভোট গ্রহণ কার্যক্রমের জন্য প্রস্তুত। এ উপলক্ষে শনিবার বেলা ১১ টা থেকে বিভিন্ন কেন্দ্রে ভোট গ্রহণের বিভিন্ন সরঞ্জাম পঠানো হয়েছে। মেহেরপুর -১ আসনের জন্য রিটার্ণিং কার্যালয় থেকে সহকারী কমিশনার ভূমি ফরিদ হোসেনর নিকট থেকে প্রিজাইডিং অফিসাররা ইলেকশন সরঞ্জাম বুঝে নিচ্ছেন। মেহেরপুর-২ গাংনী আসনে সহকারী রিটার্ণিং অফিসার গাংনী উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম এর নিকট থেকে প্রিজাইডিং অফিসাররা ইলেকশন সরঞ্জাম গ্রহণ করছেন। ভোটের সরঞ্জাম পাঠনোর জন্য কঠোর নিরাপত্তা ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। প্রধান বিরোধি দলের হরতাল ও অবরোধের মধ্যেও ভোটের যাবতীয় কার্যক্রম এগিয়ে শান্তিপূর্ণভাবে এগিয়ে চলেছে। মেহেরপুরে এখন পর্যন্ত কোন প্রকার অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোট গ্রহনের কাজে নিয়জিত প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার দ্বায়িত্বে নিয়জিত আছেন ৩০৬৭ জন। এছাড়াও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনের কাজে নিয়জিত আছেন পুলিশ, র্যাব, বিজিবি, সেনসাবাহিনী সহ আনসার-ভিডিবির মোট ৩০৭৪জন সদস্য।