আমতলী (বরগুনা)প্রতিনিধি : বরগুনা – ১ (বরগুনা সদর আমতলী তালতলী) আসনে আজ জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক নিরাপত্তা ব্যাবস্থা গ্রহণ করেছে। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের লক্ষ্যে ১৭৬ টি ভোট কেন্দ্রসহ আসনব্যাপী নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসার আব্দুল ওহাব ভূঞা শনিবার জানান, (প্রশাসন) ক্যাডারের ১৮-২০ জন কর্মকর্তা অত্র আসনে অপরাধ প্রতিরোধ কার্যক্রম পরিচালনা, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত অপরাধ প্রতিরোধ ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবেন।
তিনি আরও জানান, এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে নৌবানিীর সদস্য পাশাপাশি,র্যাব , পুলিশ ও আনসার সদস্যরাও মাঠে মোতায়েন থাকবেন। বরগুনা -১ আসনের নির্বাচনে ১৭৬ টি ভোট কেন্দ্রে ১৭৬ জন প্রিসাইডিং অফিসারসহসহ-প্রিসাইডিং অফিসার, পুলিং অফিসাররা বিভিন্ন কেন্দ্রে ওই দিন নিয়োজিত থাকবেন।