শনিবার , ৪ জানুয়ারি ২০১৪ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফিরে দেখা পিরোজপুর ২০১৩

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৪, ২০১৪ ৫:০০ অপরাহ্ণ

pirojpur-map-BPN: বছরের শুরুতে পিরোজপুরের রাজনৈতিক অবস্থা স্বাভাবিক থাকলেও রাজনৈতিক সহিংসতা ও নির্বাচনকালীন জাতীয় অবস্থার প্রেক্ষিতে পিরোজপুরের রাজনৈতিক ময়দান বছরের মাঝামাঝির পর থেকেই একটু অশান্ত হয়ে পড়ে। এরসাথে বারতি মাত্রায যোগ হয় মানবতাবিরোধী যুদ্ধঅপরাধী মামলার আসামী দেলোওয়ার হোসেন সাঈদীর অভিযোগ আদালতে আমলে আনা ও  কাদের মোল্লার ফাঁসির পর থেকেই পিরোজপুরের রাজনৈতিক চিত্রটা পাল্টে যায়। সাম্প্রতিক সময়ে পিরোজপুরের সংখ্যালুঘুদের উপরে বেরেছে নির্যাতন ও হামলা।

Shamol Bangla Ads

সরকার দলীয় সমর্থক ও আওয়ামী লীগের বহু নেতাকর্মী রাজনৈতিক সহিংসতায় জেরে নিজেদের বসত বাড়ীরর স্থান থেকে অন্যস্থানে স্থানতরিত হতে হয়। ১৮ দলের ডাকা অবরোধ, হরতাল ও বিভিন্ন সময়ে বিক্ষোভ সমাবেশে শান্ত পিরোজপুর অশান্ত হয়েছে  বার বার। এসময় সহিংসতায় প্রান হারায় মানবতা বিরোধী মামলার স্বাক্ষী মোস্তফা সহ মোট  ৩ জন ও হামলার শিকার হয় ২৩৭ জন । পাল্টা পাল্টি দলীয় অবস্থানের কারণে সাম্প্রতিক সময়ে পিরোজপুরের বিভিন্ন থানায় বেড়েছে মামলার প্রবনতা।

এছাড়াও পৃথক পৃথক অগ্নিকান্ডে পুড়ে গেছে দুটি মার্কেটসহ ২০টির ও বেশি দোকান । ক্ষতির পরিমান প্রায় ৩ কোটি টাকার সমান। এত কিছুর পরেও  এবছরেই বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিরোজপুরে শুভ আগমন ঘটে।  ভিত্তিপ্রস্তর হয় নানামুখী উন্নয়ন কার্যক্রমের ও উন্মুক্ত হয় জনগনের জন্য  সরকারের নানামুখী কার্যক্রমের। পিরোজপুর সরকারি মহিলা কলেজকে অনার্স কলেজে উন্নিত, সরকারি সোহরাওয়ার্দী কলেজে উচ্চতর শিক্ষা গ্রহণে মাস্টার্স চালু, শহীদ ফজলুল হক মনি সেতুর পথ উন্মুক্ত, নাজিরপুরে বঙ্গমাতা ফজিলুতুনেসা কলেজ চালু সহ নানামুখী উন্নয়ন কার্যক্রমের পথ শুরু হয় এবছরেই।

Shamol Bangla Ads

সরকারের মাননীয় যোগাযোগ মন্ত্রী ওবায়েদুল কাদেরের পিরোজপুরে আগমন ঘটেও  এবছরেই। এসময় তিনি বিভিন্ন সড়কের নির্মান ও বিভিন্ন মেয়াদী সরকারি কার্যক্রম নিজে সরেজমিনে পর্যবেক্ষণ করেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীতা নিয়ে বিভিন্ন জল্পনা কল্পনা থাকলেও অবশেষে তার অবসান ঘটে। চূড়ান্ত ভাবে পিরোজপুর-১ আসনের জন্য একে এম এ আউয়াল, পিরোজপুর-২জেপি চেয়ারম্যান ও সর্বদলীয় সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা আনোয়ার হোসেন মঞ্জু বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত হয়।

অন্যদিকে পিরোজপুর -৩ আসনের তৃপাক্ষিক ভোট যুদ্ধের ফলাফল পেতে অপেক্ষা করতে হবে ৫ জানুয়ারী পর্যন্ত। নির্বাচনের প্রাক-কালে পিরোজপুরের ৩ টি আসন বিন্ন্যাস ছিল  অন্যতম আলোচিত ঘটনা। এতকিছুর পরেও এবছরের সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে পিরোজপুরের সকল পেশাজীবি সাংবাদিকদের একত্রিত হওয়া।  বছরের শূরুটা যেমন তেমন থাকলেও শেষ টা ছিল অন্য রকম। তাই নতুন বছরের দিকে পিরোজপুর বাসীর প্রত্যশা থাকবে একটু অন্যরকম ।

আমিনুল ইসলাম
পিরোজপুর।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!