নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে সাড়ে ৩শ’ দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে স্ট্যান্ডার্ড ব্যাংক। শুক্রবার নীলফামারী শাখার উদ্যোগে শহরের হাজী মহসিন সড়কে অবস্থিত ব্যাংক কার্যালয় চত্বরে শীতবস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক জাকীর হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক নীলফামারী শাখার ব্যবস্থাপক কাজী রায়হানুল হক, নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ সরকার।