জাকির হোসেন, ছাতক (সুনামগঞ্জ) : দোয়ারাবাজার উপজেলার একটি ভোট কেন্দ্র পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শুক্রবার রাতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। আগুনে বিদ্যালয়ের আসবাবপত্র, দরজা-জানালা ও ফাইলপত্র পুড়ে ছাই হয়েছে। দোয়ারা উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিক সুজা মামুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।