চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : উপজেলার চারটি ভোটকেন্দ্রে শুক্রবার গভীর রাতে দূর্বৃত্তরা আগুন দেয়। ভোটকেন্দ্রগুলো হলো- সরদহ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়, কালাবীপাড়া উচ্চ বিদ্যালয়, শলুয়া ডিগ্রী কলেজ ও শিবপুর ভোকেশনাল ইন্সিটিউট। আগুনে উক্ত প্রতিষ্ঠানগুলোর চেয়ার টেবিল, জানালাসহ আসবাবপত্র পুড়ে যায়। সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয় কালাবীপাড়া উচ্চ বিদ্যালয়। খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে ক্ষতিগ্রস্থ কোন কেন্দ্র পরিবর্তন করা হয়নি বলে উপজেলা নির্বাচন অফিসার কামরুজ্জমান জানান। এদিকে উপজেলা সদরের বাবুপাড়ায় চারঘাট পদ্মা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্বতন্ত্র প্রার্থী রায়হানুল হকের প্রস্তাবক আবুল হাসেম এবং যুবলীগ নেতা নাজমুল ইসলাম খোকনের বাড়িতে শুক্রবার রাতে দূর্বৃত্তরা ককটেল হামলা চালায়। এসময় স্থানীয়রা বিএনপি কর্মী রাজু আহমেদ সোহেল (২০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দেয়।