আজহারুল হক, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁওয়ে ৫টি ভোট কেন্দ্রে শুক্রবার গভীর রাতে অগ্নিসংযোগ করে দূর্বত্তরা।
জানা যায়, শুক্রবার রাতের অন্ধকারে উপজেলার যশরাা ইউনিয়নের ভারইল ছফির উদ্দিন উচ্চ বিদ্যালয়, রাওনা ইউনিয়নের বড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, টাঙ্গাব ইউনিয়নের ছাপিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উস্থি ইউনিয়নের আস্কর আলী উচ্চ বিদ্যালয়, মশাখালী ইউনিয়নের বাইলন্যা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় অজ্ঞাত দূর্বৃত্তরা। খবর পেয়ে যৌথ বাহিনী প্রতিটি কেন্দ্রে উপস্থিত হয়ে দমকল বাহিনীর সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনে।