কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছেরদিয়াড় উত্তরপাড়ার মাঠ থেকে আতাবুল (২৮) নামে এক রাজমিস্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সে পার্শ্ববর্তী মেহেরপুর জেলার গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামের আইয়ুব আলীর ছেলে।
জানা যায়, শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে গাছেরদিয়াড়-মির্জাপুর মাঠের মধ্যে এলাকাবাসী আতাবুলের জবাই করা লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত যুবকের পরনে কালো রঙের শাট লুঙ্গি ছিল বলে পুলিশ জানিয়েছে। সে গাছেরদিয়াড় এলাকায় রাজমিস্ত্রীর কাজ করত।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, সন্ত্রাসীরা তাকে অপহরণের পর জবাই ও কুপিয়ে হত্যা করে ওই মাঠের মধ্যে ফেলে রেখে গেছে। এ ব্যাপারে থানায় মামলা দয়েরের প্রস্তুতি চলছে।