শনিবার , ৪ জানুয়ারি ২০১৪ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কালিয়ায় নতুন বই বিতরণ উৎসব

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৪, ২০১৪ ৮:২৮ অপরাহ্ণ

Pictureকালিয়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন হোসেন বলেছেন, শিক্ষার উন্নয়নই দেশ ও জাতির উন্নয়ন। দেশের মানুষ শিক্ষিত হলে দেশের উন্নতি হবে। কাজেই ডিজিটাল বাংলাদেশ গড়তে শিক্ষার কোন বিকল্প নেই। বৃহস্পতিবার শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি সর্বপ্রথম পূর্ব কালিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বিনামূল্যে নতুন বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন। পর্যায়ক্রমে তিনি কালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন। এসব বই বিতরণ উৎসবে কালিয়া পৌর মেয়র এ্যাড. ইমদাদুল হক টুলু, মাধ্যমিক শিক্ষা অফিসার মামুন উদ্দিন আল আজাদ ও উপজেলা শিক্ষা অফিসার এবিএম নাজমুল হক, সংশ্লিষ্ট বিদ্যালয়সমূহের ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ, অভিভাবক ও বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ওইদিন সারা দেশের মতো কালিয়ার বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়সহ মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেয়া হয়। এর ধারাবাহিকতায় আবু মুসা রানার সভাপতিত্বে পশ্চিম পেড়লী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে, গোলাম রব্বানী শেখ এর সভাপতিত্বে ফাজেল আহম্মদ মাধ্যমিক বিদ্যালয়ে এবং গোলাম মোস্তফা শেখ এর সভাপতিত্বে ইসলামী আদর্শ দাখিল মাদ্রাসায় নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১১নং পেড়লী ইউপি চেয়ারম্যান আনিসুল ইসলাম বাবু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক এস এম রেজাউল করিম, আব্দুস সালাম শেখ, ক্রীড়া সংগঠক বায়েজীদ হোসেন, সাংবাদিক এম এম মাসুম রেজা, ইউপি সদস্য মোফাজ্জেল হোসেন, ইরুফ খন্দকার, সাবেক সদস্য লায়েক শেখ, নজরুল ইসলাম শেখ. ইকবাল হোসেন, হাদিউজ্জামান হাদী, বাদশা বিশ্বাসসহ শিক্ষার্থীদের অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে। বই বিতরণ উৎসব অনুষ্ঠানের প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান আনিসুল ইসলাম বাবু জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ফাজেল আহম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী নুসরাত জাহান ইভাকে বিশেষভাবে পুরস্কৃত করেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!