মৌলভীবাজার প্রতিনিধিঃ ১৮ দলীয় জোটের ডাকা ৪৮ঘন্টা হরতালের ১ম দিনে শনিবার দুপুর ১২ দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সিএনজি ভাঙচুর করেছে হরতাল সমর্থকরা।
জানা যায়, কমলগঞ্জ থেকে মৌলভীবাজার আসার পথে মুন্সিবাজার এলাকায় হরতাল সমর্থকরা তিনটি সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুর করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে হরতাল সমর্থনকারীরা পালিয়ে যায়।
এদিকে, নাশকতা সৃষ্টির অভিযোগে কুলাউড়া উপজেলা থেকে বিএনপির কর্মী মাহবুবুর রহমান(৪৮)কে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা। শনিবার ভোরে উপজেলার জয়চন্ডি এলাকা থেকে তাকে আটক করা হয়। মাহবুবুর রহমান জয়চন্ডি গ্রামের মুহিবুর রহমানের ছেলে।