হোসেনপুর (কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ কিশোরগঞ্জের হোসেনপুরে চাঁদা চেয়ে এক আওয়ামী লীগ নেতাকে হত্যার হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে থানায় মামলা করা হয়েছে।
মামলার বিবরণ ও অন্যান্য সূত্রে জানাযায়, উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলর,গোবিন্দপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ সাহেদ আলী মেম্বারকে (৫০) স্থানীয় কিছু চিহ্নিত সন্ত্রাসীরা মোবাইল ফোনে মোটা অংকের চাঁদা দাবি করে।অন্যথায় তাকে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকি দেয়। ফলে তিনি নিরাপত্তা চেয়ে গত বৃহঃস্পতিবার উপজেলার মধ্য গোবিন্দপুর গ্রামের ফজলুল হক (৪২)ও মদিনা খাতুন গংকে (৪০) আসামী করে হোসেনপুর থানায় মামলা(নং-১০১৪) দায়ের করেন। এর পর থেকে ০১৭৪৮০৭০৭৭২ নম্বর সহ বিভিন্ন মোবাইল ফোন থেকে মামলা তুলে নিতে প্রান নাশের হুমকি অব্যাহত রেখেছে। এতে ভয়ে ওই আওয়ামী লীগ নেতা বাড়ি থেকে বের হতে সাহস পাচ্ছেনা।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ খায়রুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন- সন্ত্রাসীদের গ্রেফতারে সচেষ্ট রয়েছে পুলিশ।