টাঙ্গাইল প্রতিনিধি : সখীপুরে বইবিতরন অনুষ্ঠানে মোবাইল ফোন মাদক গ্রহন ও বাল্য বিবাহের বিরুদ্ধে শপথ গ্রহন করল শিক্ষার্থীরা । বৃহস্পতিবার দুপুরে সখীপুর পিএম পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে টাঙ্গাইল-৮ আসনের এমপি কৃষিবিদ শওকত মোমেন শাজাহান শিক্ষার্থীদের এ শপথ পাঠ করান। এসময় শিক্ষার্থীদের বলেন,সারাদেশে শিক্ষার্থীদেও মাঝে মোবাইল ফোন ও মাদক গ্রহন ভয়াবহ ভাবে বিস্তার লাভ করেছে। শিক্ষার্থীদের এখন থেকে এসবের বিরুদ্ধে সচেতন হতে হবে। বই বিতরন অনুষ্ঠানে সাবেক প্রধান শিক্ষক শামছুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু নাসের বেগ, অত্র কলেজের অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান ও প্রধান শিক্ষক আব্দুস ছাত্তার।