স্টাফ রিপোর্টার : শেরপুরে যুবদলের ২ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হচ্ছে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে আলমকে (৪২) ও শহর যুবদল নেতা জিয়া (২৪)। অবরোধে নাশকতা সৃষ্টি ও গাড়ীতে অগ্নিসংযোগের মামলায় তাদের গ্রেফতার করা হয়। ৩ জানুয়ারী শুক্রবার বিকেলে গ্রেফতারকৃত ২ যুবদল নেতাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জেলহাজতে প্রেরণ করে।
জানা যায়, সদর থানা ও ডিবি পুলিশের একটি দল বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামালপুর জেলা শহরের দয়াময়ী মোড় এলাকা থেকে যুবদল নেতা নূরে আলমকে গ্রেফতার করে। পরে পুলিশ শহর যুবদল নেতা জিয়াকেও গ্রেফতার করে। যুবদল নেতা নূরে আলমের বিরুদ্ধে পুলিশের দায়ের করা ৭ টি মামলা রয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল করিম জানান, অবরোধে নাশকতা সৃষ্টি এবং গাড়ীতে অগ্নিসংযোগের মামলায় নূরে আলম ও তার এক সহযোগিকে গ্রেফতার করা হয়েছে।