রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আদর্শ বিএল উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ উপলক্ষে স্কুল মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান আশু’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন-রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন-বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব জহির উদ্দিন আহমেদ, আলহাজ্ব মনসুর আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-প্রাক্তন ছাত্র ও উপজেলা জাপা নেতা মোবারক আলী ব্যাপারী, অধ্যক্ষ আবুল হোসেন সরকার, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ মোলা, ভারপ্রাপ্ত অধ্যক্ষ হবিবর রহমান, সাপাহার সরকারি কলেজের প্রভাষক প্রদীপ কুমার (আপেল) প্রমূখ।