মেহের আমজাদ, মেহেরপুর ঃ বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করে রাখার প্রতিবাদে মেহেরপুরে শনিবার সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে আঠার দলীয় জোট। বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর-১ আসনের সাবেক এমপি ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য মাসুদ অরুন। তিনি বলেছেন, গণতান্ত্রিক দেশে রাজনীতি করার অধিকার সকলের রয়েছে। কিন্তু দেশের প্রধান বিরোধী দল বিএনপিকে নির্মুল করতে সরকার নানামুখী ষড়যন্ত্র করছে। আঠার দলের গত ২৯ ডিসেম্বরের ‘মার্চ ফর ডেমোক্রেসী’ বাঞ্চাল করতে ঐদিন থেকে বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করে রাখা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানায়। তিনি জেলাবাসীকে সর্বাত্মক হরতাল পালনের আহবান জানিয়েছেন।