মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মহম্মদপুর উপজেলার খালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পিছনে এনামুল হক দুলাল নামের এক ব্যবসায়ির পাটকাঠির গাঁদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা । পানের বরজে চালান দেওয়ার এই পাটকাঠি এখানে রাখা ছিল। ৩ জানুয়ারী শুক্রবার বিকেলে ওই ঘটনা ঘটে। মাগুরা থেকে ফায়ারসাভিসের কর্মীরাএসে দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে পাঁচলক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ি এনামুল হক জানান, এক বছর আগে সেনাবাহিনী থেকে অবসরে এসে তিনি পাটকাঠির ব্যবসা শুরু করেন। ঘটনার সময় বিকেলে পাটকাঠির গাঁদার মাঝ থেকে ধোঁয়া উঠতে দেখে এলাকার লোকজন তাকে ফোন দেন। তার বাড়ি খালিয়ার মন্ডল পাড়া থেকে প্রায় দুই কিলোমিটার পথে আসতে আগুন ছড়িয়ে পড়ে। পরে তিনি ফায়ার সার্ভিসে খবর দেন।
তিনি বলেন এখানে আগুন ধরার কোন সূত্র নেই। শত্রæতামূলক আগুন ধরিয়ে দিযেছে অজ্ঞাত দুবর্িৃত্তরা। পুড়ে যাওয়া পাটকাঠি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় তিনি চালান করেন। পানের বরজে এই পাটকাঠি ব্যবহৃত হয়।
মাগুরার মহম্মদপুর থানার ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।