পাবনা প্রতিনিধি : পাবনা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ড. আবু সাইয়িদের অভিযোগের প্রেক্ষিতে পাবনার ৩ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে। ৩ জানুয়ারী শুক্রবার দুপুরে নির্বাচন কমিশনের নির্দেশে তাদের প্রত্যাহার করা হয়। পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ ওই তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যাহার করা ওসিরা হচ্ছেন, সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শাহিদ মাহমুদ খান, বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাহাঙ্গীর হোসেন ও আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রেজাউল করিম।
উল্লেখ্য, বৃহস্পতিবার পাবনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পাবনা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ড. আবু সাইয়িদ পাবনার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ এবং ওই ৩ থানার ওসির বিরুদ্ধে অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এসপি ও ওই ৩ ওসিসহ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকুর অপসারণ দাবি করেন।