শুক্রবার , ৩ জানুয়ারি ২০১৪ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তৃতীয়বারের মত প্রধানমন্ত্রী হতে চান না মনমোহন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ৩, ২০১৪ ৯:২৫ অপরাহ্ণ

manmohan singh prime minister1শ্যামলবাংলা ডেস্ক : মনমোহন সিং তৃতীয়বারের মত কংগ্রেস দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হচ্ছেন না বলে জানিয়েছেন। তবে লোকসভা নির্বাচনের আগে ইস্তফা দেবেন না বলেও জানিয়ে দিয়েছেন তিনি। এ বিষয়ে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গণ্য করা হবে। তিনি ৩ জানুয়ারী শুক্রবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে ওইসব কথা বলেন। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছে নেই জানিয়ে মনমোহন বলেন, ঠিক সময়ে পরবর্তী প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হবে। সাধারণ নির্বাচনের পরই নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে। সম্মেলনে ইউপিএ সরকারের কাজের সাফল্য তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন মনমোহন। সততার সঙ্গে কাজ করেছেন দাবি করে তিনি বলেন, ইতিহাস তার মূল্যায়ণ করবে। দুর্নীতির প্রসঙ্গে তিনি বলেন, সততা ও নিষ্ঠার সাথে সাড়ে ৯ বছর ধরে প্রধানমন্ত্রীর কাজ করেছি। দায়িত্ব পালনের সময় প্রধানমন্ত্রী পদের ক্ষমতার অপব্যবহার করিনি। পরবর্তী প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে রাহুল গান্ধীর বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, রাহুল গান্ধী ভালো কাজ করছেন। তিনি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য। তবে এখনই কে পদপ্রার্থী হবেন তা সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে ইউপিএ থেকে কেউ দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন বলে আশা করেন তিনি। তরুণ প্রজন্মকে দেশের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান মনমোহন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!