ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও চিনিকলের আখ পরিবহন গাড়িতে অবরোধ কারীদের পেট্রল বোমা নিক্ষেপে এক শ্রমিক আহত হয়েছেন। তাকে সদর হাসপাতালে ভর্তিকরা হয়।
বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কে চিনিকলের আখ বোঝাই ট্রাকটি কারখানার দিকে আসছিল। গাড়িটি জামালপুর ইক্ষু খামার এলাকায় পৌছার সময় অবরোধ কারীরা পেট্রল বোমা ছুড়ে মারে গাড়িতে। এতে শিবু নামে এক শ্রমিক আহত হন। চিনিকল ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ এ ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।