শুক্রবার , ৩ জানুয়ারি ২০১৪ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছাতকে সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৩, ২০১৪ ৩:২৪ অপরাহ্ণ
ছাতকে সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন

ছাতক (সুনামগঞ্জ)   প্রতিনিধি :  ছাতক-দোয়ারাবাজার আসনে দশম জাতীয় সংসদ নির্বাচনের সকল প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। প্রিসাইডিং, সহকারি প্রিসাইডিং ও পুলিং কর্মকর্তা নিয়োগ ও প্রশিক্ষন শেষ হয়েছে। সুশৃংখল নির্বাচন অনুুষ্ঠানের লক্ষ্যে ইতিমধ্যে সেনা ও যৌথ বাহিনীসহ আইন-শৃংখলা বাহিনীর দায়িত্ব বণ্টন সম্পন্ন হয়েছে। নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ নির্বাচনে ব্যবহৃত প্রয়োজনীয় সব ধরনের কাগজপত্র ইতিমধ্যেই নির্বাচনী কার্যালয়ে পৌছেছে। আজ শনিবার উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে কেন্দ্র ভিত্তিক ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ যাবতীয় জিনিসপত্র স্ব-স্ব প্রিসাইডিং অফিসারের কাছে পৌছানো হবে। কেন্দ্র ভিত্তিক আইন-শৃংখলা ও আনসার বাহিনীও স্ব-স্ব কেন্দ্রে পৌছাবে। ছাতক-দোয়ারায় ৪লাখ ৫১হাজার ৩শ’ ৮৭জন ভোটার ১শ’ ৫১টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এর মধ্যে পুরুষ ভোটার ১লাখ ৭৪হাজার ২শ’ ১৭জন ও মহিলা ভোটার ১লাখ ৭৭হাজার ১শ’ ৭০জন। ছাতক উপজেলায় ৯৬টি কেন্দ্রে ২লাখ ২২হাজার ২শ’ ৬২জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবে। এর মধ্যে পুরুষ ১লাখ ১০হাজার ৭শ’ ৫জন ও মহিলা ১লাখ ১১হাজার ৫শ’ ৫৭জন ভোটার। দোয়ারা উপজেলায় ১লাখ ২৯হাজার ১শ’ ২৫জন ভোটার ৫৫টি কেন্দ্রে ভোট প্রদান করবেন। এর মধ্যে পুরুষ ৬৩হাজার ৫শ’ ১২জন ও মহিলা ৬৫হাজার ৬শ’ ১৩জন ভোটার। সারাদেশের ন্যায় ৫ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার আইনুর আক্তার পান্না জানান, নির্বাচনের সকল প্রস্তুতি ইতিমধ্যেই শেষ হয়েছে। সুূষ্টু নির্বাচনের জন্য পর্যাপ্ত আইন-শৃংখলা বাহিনীও প্রস্তুত রয়েছে। কোন বিশৃংখলা ছাড়াই এখানে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্্যক্ত করেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!