আমতলী (বরগুণা) প্রতিনিধি :বরগুনার আমতলীতে উপজেলা বিএনপি’র ৯৫ নেতা-কর্মীকে আসামী করে ১ জানুয়ারী বুধবার রাতে বিশেষ ক্ষমতা আইনে (স্পেশাল পাওয়ার এ্যাক্ট) মামলা দায়ের করা হয়েছে।

২০১৩ সালের অক্টোবর মাসে বিএনপি’র তিন দিনের হরতাল চলাকালে ২৮ অক্টোবরে আওয়ামীলীগ-বিএনপি সংঘর্ষের ঘটনায় উপজেলার কড়ইবুনিয়া গ্রামের শাহীন মিয়া বাদী হয়ে এই মামলাটি করেছেন। মামলায় উপজেলা বিএনপি’র সভাপতি জালাল ফকির, সাধারন সম্পাদক জহিরুল ইসলামসহ ৯৫ নেতা-কর্মীকে আসামী করা হয়েছে। অজ্ঞাত আসামী উল্লেখ করা হয়েছে আরও ২ শ জন।
একই ঘটনায় এর আগে আমতলী থানায় আরও ৩টি মামলা দায়ের করা হয়েছে বলে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হক জানিয়েছেন।
