বৃহস্পতিবার , ২ জানুয়ারি ২০১৪ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেষ মুহূর্তে জমে ওঠেছে ২ টিপু’র লড়াই বাবুগঞ্জে হাতুড়ি’র পক্ষে আওয়ামী লীগ : লাঙ্গলের পক্ষে জাপা’র নেতা-কর্মীরা

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২, ২০১৪ ৮:১৮ অপরাহ্ণ
শেষ মুহূর্তে জমে ওঠেছে ২ টিপু’র লড়াই বাবুগঞ্জে হাতুড়ি’র পক্ষে আওয়ামী লীগ : লাঙ্গলের পক্ষে জাপা’র নেতা-কর্মীরা

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে নিজেদের প্রার্থীকে জয়ী করতে মাঠ চষে বেড়াচ্ছেন ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা। তাদের প্রধান শক্তি হিসেবে অনেকটা প্রকাশ্যেই কাজ করছেন বাবুগঞ্জ-মুলাদীর হেভিওয়েট নেতারা এবং বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সহ উপজেলা কৃষকলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মুক্তিযোদ্ধা সংসদের একাংশ সহ যুব মহিলা লীগ। এ অবস্থায় জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে নেতা-কর্মীরাও নিজেদের দুর্গ পুনরুদ্ধারে মরিয়া হয়ে উঠেছে। তবে ভোটাররা এক্ষেত্রে মুখ না খুলে বিরোধী দলবিহীন এ নির্বাচন কতটুকু জমবে তার হিসাবে-নিকাশই করে যাচ্ছেন। এমপি থাকাকালে গত পাঁচ বছরে বরিশাল-৩ আসনের জাতীয়পার্টির প্রার্থী গোলাম কিবরিয়া টিপু’র আগের বারের হলফনামার চেয়ে  সম্পদ বৃদ্ধিও এলাকার সবাই দেখছেন বাঁকা চোখে। তাই এবার ভোটের ময়দানে জাপার নেতা কর্মীকে নিয়েই মাঠে রয়েছেন তিনি। দলীয় প্রার্থী নির্বাচন না করায় আওয়ামী লীগের নেতাকর্মীরাই হাতুড়ির পক্ষে ভোট চাইছেন। শুধু তাই নয়, গোলাম কিবরিয়া টিপুর বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্যও দিচ্ছেন।
বাবুগঞ্জ-মুলাদী উপজেলা নিয়ে গঠিত বরিশাল- ৩ আসনটিতে এবার হাতুড়ি আর লাঙ্গলের লড়াইটা শেষ ভাগে জমে উঠেছে। জাতীয় পার্র্টির প্রার্থী বর্তমান এমপি জাপা’র প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু (লাঙ্গল) আর ওয়ার্কার্স পার্টির প্রার্থী জেলা যুবমৈত্রীর সভাপতি ্এ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতান( হাতুড়ি)। নির্বাচনী এলাকা ঘুরে দেখা গেছে, জমজমাট প্রচারণা। এ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতান ভোটের রাজনীতিতে নবাগত। আর গোলাম কিবরিয়া টিপু পাঁচ বছর সরকারে ছিলেন। বাম রাজনীতিক ঘরানার এ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতান এর পক্ষে আওয়ামী লীগের হেভিওয়েট নেতারা গনসংযোগ আর গনমিছিলে মাতিয়ে তুলছেন বাবুগঞ্জ- মুলাদী উপজেলা। গোলাম কিবরিয়া টিপু এলাকায় স্বচ্ছতার সঙ্গে টিআর, কাবিখা বিতরণসহ সামাজিক কাজ করে এলাকার ভোটারদের কাছে টানার চেষ্টা করেছেন। আর  শেখ মো. টিপু সুলতান এর বড় পরিচয় তিনি ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং অন্তবর্তীকালিন সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাশেদ খান মেননের স্নেহধন্য। এলাকার মানুষ তাকে সেভাবেই বিবেচনা করছেন। শেখ মো. টিপু সুলতানও ভোটের জন্য কোমর বেঁধে নেমেছেন। ঘুরে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকার দুটি উপজেলার ১৫ টি ইউনিয়ন। প্রতিদিন একাধিক সমাবেশসহ পায়ে হেঁটে গণসংযোগ করছেন। বিশেষ করে তিনি নারী ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন। সরেজমিন এলাকা ঘুরে দেখা গেছে ,গোলাম কিবরিয়া টিপুর ভরসা আওয়ামী লীগের বিদ্রোহী নেতাকর্মী এবং আওয়ামীবিরোধী ভোট। অপরদিকে , শেখ মো. টিপু সুলতান এর পক্ষে নির্বাচনী এলাকার আ’লীগের বেশিরভাগ নেতাকর্মী তার সঙ্গে। দলের নেতারা সরাসরি তার প্রকাশ্য জনসভায় হাতুড়ির পক্ষে ভোট চাইছেন। মুলাদী ও বাবুগঞ্জ দুই উপজেলা আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মীরাই এ্যাড. শেখ মোঃ টিপু সুলতানের পক্ষে অবস্থান নিয়েছেন। বাবুগঞ্জের আওয়ামীলীগের স্থানীয় নেতারা বললেন, এবার হাতুড়িই আমাদের নৌকা। তাই হাতুড়ির জয় নিশ্চিত।  জাপা নেতারা বলেন, নির্বাচনী এলাকাতে দলকে একটি স্বচ্ছ ইমেজে দাঁড় করিয়েছি। টিআর, কাবিখা লুটের কোনো অভিযোগ কেউ করতে পারবে না। তারা মনে করেন এলাকার সাধারণ মানুষ এবং দলের ত্যাগী পরীক্ষিত নেতারা গোলাম কিবরিয়া টিপুর সঙ্গে আছেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!