বৃহস্পতিবার , ২ জানুয়ারি ২০১৪ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের শ্রীবরদীতে নৌকা প্রতীকে সমর্থনে সমাপনী সমাবেশ

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২, ২০১৪ ৭:৪৪ অপরাহ্ণ

nnnnশ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শেরপুর-৩ আসনের আ’লীগ নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী এ.কে.এম ফজলুল হক চাঁন সাহেবের সমর্থনে সমাপনী বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। ২ জানুয়ারী বিকাল ৩টায় শ্রীবরদী সরকারি কলেজ মাঠে উপজেলা আ’লীগ সভাপতি আশরাফ হোসেন খোকা’র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সালাহ্ উদ্দিন ছালেমের পরিচালনায় বিশিষ্ট নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক এডভোকেট এম এ হালিম, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার মুহম্মদ খুররম, জেলা আ’লীগ যুগ্ন সাধারন সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল­াহ সালেহ, দপ্তর সম্পাদক দেবাশিষ ভট্রাচার্য্য, উপজেলা আ’লীগ ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আতিকুর রহমান খসরু, যুগ্ন সাধারন সম্পাদক আলহাজ্ব মোহসীনুল বারী রুমি, কৃষকলীগ নেতা আব্দুল কাদের, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হামিদুর রহমান, যুবলীগ সাধারন সম্পাদক আলমগীর হোসেন, কাকিলাকুড়া ইউনিয়ন আ’লীগ সভাপতি হামিদুল­াহ তালুকদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-কৃষিবিদ ড. ফররুখ আহমদ ফারুক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আমিনুল ইসলাম, এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী, রানীশিমূল ইউপি চেয়ারম্যান আবু সামা কবির, জেলা শ্রমিক লীগের আইন বিষয়ক সম্পাদক সাংবাদিক এম.আর.টি মিন্টু, মোতালেব হোসেন, কে.কে.চর সাবেক ইউপি চেয়ারম্যান ডিএম শহিদুল­াহ, শ্রমিকলীগ নেতা আবু জাফর, জাকির হোসেন, ছাত্রলীগ নেতা মেরাজ উদ্দিন চৌধুরী, জুয়েল আকন্দ  প্রমুখ। ১০টি ইউনিয়ন ও ওয়ার্ড আ’লীগের নেতা-কর্মীরা ব্যানার সম্বলিত মিছিল নিয়ে সভাস্থলে পৌছলে কলেজ মাঠ কানায়-কানায় ভরে উঠে। সাংগঠনিক দ্ব›দ্ব-ভেদাভেদ ভুলে গিয়ে সকল নেতা এক মঞ্চে উপস্থিত থাকায় সকলের মধ্যে বিপুল উৎসাহ ও উদ্দিপনা বিরাজ করায় নৌকা প্রতীক বিজয়ের আশাবাদ ব্যক্ত করেন মহান স্বাধীনতার স্বপক্ষের সকল সৈনিকরা।  এই ঐক্যে ভবিষৎতে অটুট থাকুক এমনও প্রত্যাশা সকলের। আ’লীগ মনোনীত প্রার্থী বক্তব্যে বলেন-সকল ভেদাভেদ ভুলে তার নেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করনের লক্ষ্যে এবং এই দেশ হতে সন্ত্রাসী-জঙ্গীবাদদের উৎখাত করনের লক্ষ্যে আবারও নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। তার ৫ বছরের সার্বিক উন্নয়ের সফলতার চিত্র তুলে ধরেন এবং আগামীতে সংসদ সদস্য নির্বাচিত হলে অসমাপ্ত উন্নয়ন কর্মকান্ড সমাপ্ত করে জনগনের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!