বৃহস্পতিবার , ২ জানুয়ারি ২০১৪ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেখ হাসিনা জনগণকে সাথে নিয়ে সহিংসতার দাঁতভাঙ্গা জবাব দেবেন : মতিয়া চৌধুরী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২, ২০১৪ ৭:৫২ অপরাহ্ণ

DSC00733-স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, নির্বাচনকালীন সরকারের কৃষি, মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রী এবং শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে দলীয় প্রার্থী বেগম মতিয়া চৌধুরী বিরোধী দলের আন্দোলনের নামে সহিংসতা, সন্ত্রাস-নৈরাজ্য ও মানুষ পুড়িয়ে হত্যার রাজনীতির সমালোচনা করে বলেছেন, সহিংসতার নাম গণতন্ত্র না। আপনারা ভেবেছিলেন সহিংসতা দিয়ে সব কিছু পার করবেন। সেটা হয়নি, আর হবেও না। তিনি ২ জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে নকলা উপজেলায় শেষ দিনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এক বিশাল জনসভায় ওই কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, জনগণ শেখ হাসিনার সঙ্গে আছে। জণগণকে সাথে নিয়েই শেখ হাসিনা সহিংসতাকে মোকাবেলা  করবেন এবং তাদের ডাকা অবরোধের মধ্যেই ৫ জানুয়ারীর নির্বাচনে তার দাঁতভাঙ্গা জবাব দেবেন।
তিনি বলেন, শেখ হাসিনা চলমান নির্বাচনে বিজয়ী হয়ে তৃতীয় দফায় প্রধানমন্ত্রী হয়ে দেশের মানুষকে পূর্ণাঙ্গ শান্তি উপহার দেবেন। এজন্য তিনি দেশের মানুষের স্বার্থে, দেশকে এগিয়ে নিয়ে যেতে সবাইকে নৌকা প্রতীকে ভোট প্রদানের আহবান জানান।
এদিন মতিয়া চৌধুরী প্রচারণার শেষ দিনে নকলা ও নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। এসময় তার সঙ্গে ২ উপজেলার বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!