রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে জামায়াতের ডাকা আধা বেলা হরতাল চলা কালে ১০ ডিসেম্বর জামায়াত শিবিরের সাথে আওয়ামীলীগ সমর্থিত ব্যবসায়ীদের সংঘর্ষে শুকবর আলী (৬০) নামে এক জামায়াত কর্মী নিহতের ঘটনায় আদালতের নির্দেশে বুধবার রাতে রাণীনগর থানায় হত্যা মামলা রুজু করা হয়েছে। মামলায় ৩৭ জনের নাম উলেখ সহ আরো ২০/২৫ জনকে অজ্ঞাত নামা আসামী করে মামলা দায়ের করেন নিহতের স্ত্রী খুকি খাতুন।
উলেখ্য, ৯ ডিসেম্বর উপজেলা জামায়াতের ১০ কর্মীকে আটক করে থানাপুলিশ । এর প্রতিবাদে জেলা জামায়াতের ডাকে ১০ ডিসেম্বর রাণীনগরে অর্ধ দিবস হরতাল চলাকালে সকাল ৯ টায় আবাদপুকুর কাচুঁর মোড়ে আওয়ামীলীগ ও আওয়ামীলীগ সমর্থিত ব্যবসায়ীদেও সাথে জামায়াত-শিবিরের সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের ২০ জন আহত হয় । আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এসময় শুকবর আলীকে নওগাঁ থেকে রাজশাহী হাসপাতালে নেয়ার সময় পথি মধ্যে মারা যায়।
এঘটনায় নিহত শুকবর আলীর স্ত্রী খুকি খাতুন বাদী হয়ে ১৭ ডিসেম্বর ৩৭ জনের নাম উলেখ সহ আরো ২০/২৫ জনকে অজ্ঞাত করে আদালতে অভিযোগ দাখিল করেন। আদালত অভিযোগটি মামলা আকারে রুজু পূর্বক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য রাণীনগর থানার ওসিকে নির্দেশ প্রদান করলে ওসি ১ জানুয়ারী রাতে মামলা টি রুজু করেন।
এব্যাপারে রাণীনগর থানার ওসি আব্দুলাহ আল মাসউদ চৌধুরী জানান, আদালতের নির্দেশ মোতাবেক অভিযোগটি মামলা আকারে রুজু করা হয়েছে এবং তদন্ত পূর্বক আসামী গ্রেফতারের জোর তৎপরতা চলছে ।