বৃহস্পতিবার , ২ জানুয়ারি ২০১৪ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজপথে আন্দোলন করে দাবী আদায়ের মতো শক্তি বা মানসিকতা বিএনপি নেতাদের নেই: হানিফ

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২, ২০১৪ ৬:৩১ অপরাহ্ণ

hanif-2কুষ্টিয়া প্রতিনিধি :  আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। এই নির্বাচন বন্ধে বা রাজপথে আন্দোলন করে দাবী আদায়ের মতো শক্তি বা মানসিকতা বিএনপি নেতাদের নেই বলেও মন্তব্য করেছেন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মাহবুব-উল হানিফ। কেউ এই নির্বাচনে নাশকতা ঘটানোর চেষ্টা করলে নির্বাচনের পর তাদের চরম মাশুল দিতে হবে।

Shamol Bangla Ads

এই নির্বানের মধ্য দিয়ে দেশের চলমান রাজনৈতিক সংকট বা অচলায়তন কেটে যাবে এমন দাবি করে মাহবুব উল আলম হানিফ ২ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে তার কুষ্টিয়ার বাস ভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের পর সাংবাদিকদের এ কথা বলেন। হানিফ বলেন, বিরোধী দলের নেত্রীকে অবরুদ্ধ করে রাখার যে অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি অভিযোগ করে বলেন, বিরোধী দলের নেত্রী অবরোধ ডেকে নিজে ঘরে বসে আছেন।

এই কারণে জনগণ তাদের আন্দোলনে সাড়া দেয়নি। দেশের মানুষ বিরোধীদলের ধবংসাত্বক রাজনীতি প্রত্যাখ্যান করে রাস্তায় নেমে এসেছে। তিনি বলেন, বিএনপি একটি আদর্শহীন জগাখিচুড়ী মার্কা দলে পরিণত হয়েছে। মতবিনিময় সভায় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিজ সহ আ’লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!