মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। ২ জানুয়ারি বৃহস্পতিবার আলী আমজদ সরকারী উচ্চ বিদ্যলয় মাঠে এ বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়।
আলী আমজদ সরকারী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষিক মোঃ খলিলুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত বই উৎসবে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোঃ কমরুল হাসান, জেলা শিক্ষা অফিসার আবদুল মজিদ, প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চনন বালা প্রমুখ। এ বছর জেলায় বরাদ্ধ প্রাথমিক ১৫লক্ষ ৫৯ হাজার ৯শ ৮২ এবং মাধ্যমিক স্তরে ২৫লক্ষ ৬৬ হাজার ৭শ ৬৮টি বই বিতরন করা হচ্ছে।