মেহের আমাজাদ, মেহেরপুর ঃ মেহেরপুরে জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা, দুস্থ ও অহসায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তর। ২ জানুয়ারী বৃহস্পতিবার বেলা ১০টার সময় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি ও আলোচনা সভায় জেলা প্রশাসক মাহমুদ হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক আবু বক্কর সিদ্দিক সহ কর্মচারি-কর্মকর্তা ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দুস্থ ও অহসায়দের মাঝে সদর উপজেলায় ৪৪জনকে ৪৯ হাজার টাকা এবং পৌরসভার আওয়াতায় ৬৫ জনকে ৭৮ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।