মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি : জাতীয় পার্টি প্রতিষ্ঠার ২৮ বছর পুর্তি উপলক্ষ্যে মুক্তাগাছা উপজেলায় জাতীয় পার্টির উদ্যোগে এক আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়। ১ জানুয়ারী বুধবার দুপুরে আনন্দ র্যালির মধ্য দিয়ে অনুষ্ঠানটির কার্যক্রম শুরু হয় এবং তা মুক্তাগাছা শহরের বিভিন্ন রাস্তা পরিভ্রমন করে থানার সামনে ডাক বাংলোয় গিয়ে শেষ হয়। পরে মুক্তাগাছা উপজেলা ডাক বাংলো প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য সালাউদ্দীন আহমেদ মুিক্ত। সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির আহবায়ক শামসুদ্দিন মাষ্টার। বিভিন্ন স্তরের নেতা কর্মীদের বক্তব্যের মধ্য দিয়ে সন্ধ্যার সময় অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষনা করা হয়।