ভোলা প্রতিনিধি : ভোলায় জামায়াত ও বিএনপির ৯ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ভোলা সদর ও দৌলতখান উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানা গেছে।
জামায়াতের সেক্রেটারী মতিউর রহমানসহ আটককৃতদের মধ্যে জামায়াতের ৬ জন রয়েছে। বাসে অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে তাদেরকে আটক করা হয় ।
ভোলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান জানান, বুধবার বাসে আগুন দেয়ার ঘটনায় রাতেই দৌলতখান থানায় একটি মামলা হয়েছে। আটক ৯ জনকে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।