মৌলভীবাজার প্রতিনিধি : বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ১ম দিনের অবরোধ চলাকালে মৌলভীবাজারে বড়লেখা উপজেলায় ট্রাক ও প্রাইভেট কার ভাঙচুর করে অবরোধকারীরা। ১ জানুয়ারী বুধবার রাত ৮টার দিকে উপজেলার কাঠালতলী এলাকায় ওই ভাঙচুরের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে অন্ধকারে কাঠালতলী বাজার এলাকায় অবরোধকারীরা মালবোঝাই দুটি ট্রাক ও তিনটি প্রাইভেট কারে ইটপাটকেল নিক্ষপ করে ভাঙচুর চালিয়ে ব্যাপক ক্ষতি সাধিত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে অবরোধকারীরা পালিয়ে যায়। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করেছেন।