ঝালকাঠি প্রতিনিধি : আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য, ভূমি, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এমপি বলেছেন, বিএনপি জামায়াত জোট আন্দোলনের নামে একাত্তরের মত সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন, গন হত্যা লুটপাট আর রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করছে। তিনি ১ জানুয়ারী বুধবার বিকেলে ঝালকাঠি জেলা আওয়ামী লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন।
এসময় তিনি বলেন, বিরোধী দলে থেকে আওয়ামী লীগ ১শ ৭০ দিন হরতাল করলেও কারও বাড়ীতে কিংবা যান বাহনে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা কিংবা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করেনি।
জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে স্থানীয় পুরাতন ষ্টেডিয়াম অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে সাধারন সম্পাদক অ্যাড. খান সাইফুল্লাহ পনীর, পৌর মেয়র আবজাল হোসেন রানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী প্রমুখ বক্তব্য রাখেন।