পাবনা প্রতিনিধি : বুধবার রাতে পাবনা সড়ক ও জনপথ অফিসে অগ্নিকান্ডে তিন জন মারাত্মক দগ্ধ হয়েছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাবনা সড়ক ও জনপথ অফিসের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম জানান, বুধবার সন্ধ্যা ৭টার দিকে পাবনা সড়ক ও জনপথ অফিসে জেনারেটর ব্রাষ্ট হয়ে অফিসে আগুন ধরে যায়। এতে মুক্তার হোসেন (৪০), রবিউল ইসলাম (৪৩) ও সেলিম আলী মারাত্মক দগ্ধ হয়। তাদের মধ্যে মুক্তার হোসেনকে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে।