পাবনা প্রতিনিধি : পাবনায় যৌথবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে ২০ জনকে আটক করেছে বলে জানা গেছে। ২ জানুয়ারী বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অভিযানে এদের আটক করে যৌথবাহিনী। তবে পাবনা সদর থানা ৯ জন ও আতাইকুলা থানা ৭ জন আটকের কথা স্বীকার করেছে। এদের মধ্যে সদর উপজেলার আবুল হোসেন, আবুল কালাম আজাদ, শুভ, রন্টু, শফিকুল ইসলাম, রেজাউল করিম, তানভীর হোসেন, শাকিল খান এবং জামিল আজাদের আটকের কথা পুলিশ স্বীকার করেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম বলেন, “সদর উপজেলার মধুপুর, বাঙ্গাবাড়িয়া, ধোপাঘাটা, ও পুষ্পপাড়া এলাকায় বিজিবি, র্যাব, পুলিশ ও ডিবি পুলিশের একটি যৌথ দল অভিযান চালায়। এ সময় ৯ জনকে আটক করা হয়েছে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, সদর উপজেলার মধুপুর,হরিপুরে অভিযান চালিয়ে ৭ জন বিএনপি-জামায়াত কর্মীকে আটক করা হয়েছে। তবে পাবনা জেলা বিএনপির মুখপাত্র ও দফতর সম্পাদক জহুরুল ইসলাম বলেন, মোট ২০ জনকে আটক করেছে যৌথবাহিনী। এদের অধিকাংশই বিএনপি-জামায়াতের কর্মী। তিনি অভিযোগ করে বলেন, অভিযানকালে জামায়াতকর্মী আকরামের বাড়ীতে বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করা হয়েছে। অভিযানের সময় এ সব এলাকা ছিলো পুরুষ শুন্য।