নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙ্গালিপুর ইউনিয়নের লক্ষণপুর চড়কপাড়া (পাঠানপাড়া) এলাকায় টেলিভিশনের কড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এরশাদুল (৩২) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছে। ২ জানুয়ারী বৃহস্পতিবার সকালে ওই ওই ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার সকালে স্থানীয় ইসলাম খানের পুত্র ও এক সন্তানের জনক এরশাদুল ভেজা হাতে টেলিভিশনের কর্ড লাগাতে যায়। ওইসময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। ওই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।