নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি ঃ দশম জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নন্দীগ্রামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারি বুধবার উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে জনপ্রতিনিধিদের সাথে নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষা বিষয়ক ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার অভিজিৎ রায়ের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস, পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম, সেনাবাহীনির মেজর ইশতিয়াক আল-আজম, র্যাবের ক্যাম্প কমান্ডার মেজর মোসাদ্দেক ইবনে মুজিব, বগুড়া স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম কবির, উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ ও থানার ওসি শাহজাহান আলী প্রমুখ। এর আগে নন্দীগ্রাম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবনে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তারা বক্তব্য রাখেন।