নকলা (শেরপুর) সংবাদদাতা : ২০১৩ সালের জেএসসি এবং জেডিসি পরীক্ষায় নকলা উপজেলায় শতভাগ ফলাফল করে ৭টি মাদ্রাসা। শতভাগ ফলাফল অর্জনকারী মাদ্রাসাগুলো হলো বানেশ্বর্দী ইসলামিয়া দাখিল মাদ্রাসা, পূর্বটালকী বালিকা দাখিল মাদ্রাসা, চিথলিয়া দাখিল মাদ্রাসা, কায়দা বালিকা দাখিল মাদ্রাসা, কোটেরচর জোনাবআলী চৌধুরী দাখিল মাদ্রাসা, চরমধুয়া দাখিল মাদ্রাসা, ছত্রকোনা মোফাজ্জলিয়া দাখিল মাদ্রাসা।
উপজেলার ৩১টি বিদ্যালয় ও ১৯টি মাদ্রাসা থেকে জেএসসিতে ১শ ৪৪ জন ও জেডিসিতে ২২জন জিপিএ ৫ পেয়েছে। জেএসসিতে নকলা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ৭২ জন, নারায়নখোলা উচ্চ বিদ্যালয় থেক ১৮ জন, ইসলামনগর উচ্চ বিদ্যালয় থেকে ১০ জন, রৌহা মোল্লা একাডেমী থেকে ৮ জন, ধনাকুশা উচ্চ বিদ্যালয় থেকে ৫ জন, নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও চন্দ্রকোনা রাজলক্ষ্ণী উচ্চ বিদ্যালয় থেকে ৪ জন করে, নামাকৈয়াকুড়ি উচ্চ বিদ্যালয়, পাঠাকাটা উচ্চ বিদ্যালয় থেকে ৩ জন করে, চরমধুয়া উচ্চ বিদ্যালয় নারায়নখোলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে ২ জন করে এবং আফজালুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, লয়খা নব উচ্চ বিদ্যালয়, মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতন, গৌড়দ্বার উচ্চ বিদ্যালয়, কাজাইকাটা উচ্চ বিদ্যালয়, কৈয়াকুড়ি উচ্চ বিদ্যালয়, বারমাইসা উচ্চ বিদ্যালয় থেকে ১জন করে জিপিএ ৫ পেয়েছে। জেডিসিতে কোটেরচর জোনাব আলী চৌধুরী দাখিল মাদ্রাসা থেকে ৬জন, নকলা শাহরিয়া ফাজিল মাদ্রাসা ও চরমধুয়া দাখিল মাদ্রাসা থেকে ৫ জন করে, তারাকান্দা দাখিল মাদ্রাসা, চিথলিয়া দাখিল মাদ্রাসা, কলাপাড়া এমইউ দাখিল মাদ্রাসা, বিবিরচর রহমানিয়া ফাজিল মাদ্রাসা, কায়দা বালিকা দাখিল মাদ্রাসা ও ছত্রকোনা মোফাজ্জলিয়া দাখিল মাদ্রাসা থেকে ১ জন করে জিপিএ ৫ পেয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায় জেএসসিতে ২ হাজার ৬শ ৬৭ জনের মধ্যে ২ হাজার ৩শ ৫জন কৃতকার্য হয়েছে, পাশের হার ৮৬.৪৩% এবং জেডিসিতে ৭শ ৫২ জনের মধ্যে ৭শ ১৪ জন কৃতকার্য হয়েছে, পাশের হার ৯৫%। উল্লেখ্য ২০১০ সাল থেকে উপজেলায় শতভাগ ফলাফল বিবেচনায় বানেশ্বর্দী ইসলামিয়া দাখিল মাদ্রাসা এবং পরীক্ষার্থী ও জিপিএ ৫ প্রাপ্ত বিবেচনায় নকলা পাইলট উচ্চ বিদ্যালয় শীর্ষে রয়েছে।