পোরশা(নওগাঁ)প্রতিনিধি: অবরোধের ২য় দিন বৃহস্পতিবার পোরশায় বেলা সাড়ে ১২টায় ১৮দলের নেতাকর্মীদের অংশ গ্রহনে বিশাল বিক্ষোভ মিছিল ও মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাব চৌধুরীর নেতৃত্বে সরাইগাছি মোড়ের বিভিন্ন রাস্তায় বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ১৮দলের ৫শতাধীক নেতাকর্মী অংশ গ্রহন করে। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম , উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শফিউদ্দিন মন্ডল, বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক আজাহার আলী, ইউপি চেয়ারম্যান তৌফিকুর রহমান চৌধুরী ও মঞ্জুরুল হক, যুবদল সভাপতি এহিয়া শাহ মাতিয়া, সাঃ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমূখ।