বৃহস্পতিবার , ২ জানুয়ারি ২০১৪ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ধামইরহাটে পুস্তুক বিতরণ কার্যক্রম উদ্বোধন, আড়াই লক্ষাধিক বই বিতরণ

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২, ২০১৪ ৮:২১ অপরাহ্ণ

BOIধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : ধামইরহাটে পুস্তুক বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।  ২ জানুয়ারী বেলা ১১ টায় চকময়রাম মডেল মাধ্যমিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন এ কার্যক্রমের উদ্বোধন করেন। একাডেমিক সুপারভাইজার ইমরুল হক জানান অত্র উপজেলায় ২ লক্ষ ৮০ হাজার ৩৫০টি বই বিতরণ করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক খেলাল ই-রাব্বানী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। পুস্তক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার নাদির উজ্জামান, একাডেমিক সুপারভাইজার ইমরুল হক, সহকারী শিক্ষা অফিসার যতন কুমার দেবনাথ, মাহমুদ হাসান, ধামইরহাট সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মতিউর রহমান, চকময়রাম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন তহমিনা, অভিভাক সদস্য মফিজ উদ্দিন ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। চকময়রাম মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খেলাল ই-রাব্বানী জানান, ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেনীর ১৪০০ শিক্ষার্থীকে এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিরিন তহমিনা জানান, ১ম শ্রেনী থেকে ৫ম শ্রেনী পর্যন্ত ২৫০ জন শিক্ষার্থীকে বিনামূল্যে পুস্তক বিতরণ করা হয়। উপজেলা শিক্ষা অফিসার নাদিরুজ্জামান জানান, বিগত পিএসসি পরীক্ষায় ২৬৩৩ শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে এবং পাশের হার ৯৯ দশমিক ৭৭ ভাগ। এবতেদায়ী পরীক্ষায় ৪৬০ জন অংশগ্রহন করে এবং পাশের হার শতভাগ। প্রাথমিক সমাপনী পরীক্ষায় উপজেলার মঙ্গলবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় নওগাঁ জেলায় ২য় স্থান অধিকার করে ইতিমধ্যে ব্যাপক সুনাম অর্জন করে। বেলঘরিয়া দাখিল মাদ্রাসায় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ সেকেন্দার আলীর সভাপতিত্বে পুস্তক বিতরন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে মাদ্রাসা সুপার আফজাল হোসেন, সাবেক সভাপতি আলহাজ্ব আবুল বাশার প্রতিষ্ঠাতা মোকলেছার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও এনজিও কারিতাস পরিচালিত উপজেলার ১৭টি কেন্দ্রে কারিতাস এডুকেশন সুপারভাইজার জর্ডান হেম্ব্রমের নেতৃত্বে প্রায় ১৭০০ জন শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করা হয়।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!