শ্যামলবাংলা স্পোর্টস : ক্রিকেটে নতুন বছরের প্রথম দিনটি শুরু হল বিশ্ব রেকর্ড দিয়ে। ওয়ানডের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন নিউ জিল্যান্ডের অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন। ১ জানুয়ারী বুধবার কুইন্সটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত তৃতীয় ওয়ানডেতে মাত্র ৩৬ বলে শতক পূর্ণ করেন অ্যান্ডারসন। ৪৭ বলে অপরাজিত অ্যান্ডারসন তার ১৩১ রানের ইনিংসটি সাজিয়েছেন ৬ চার ও ১৪ ছয়ে।
তারই সুবাদে বুধবার বৃষ্টি বিঘ্নিত তৃতীয় ওয়ানডেতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ১৫৯ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে নিউজিল্যান্ড।
ওয়ানডেতে দ্রুততম শতকের আগের রেকর্ডটি ছিল শহীদ আফ্রিদির। ১৯৯৬ সালের ৪ অক্টোবর নাইরোবিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৭ বলে শতরান করেছিলেন এই পাকিস্তানি অলরাউন্ডার। ১০২ রান করার পথে ১১টি ছক্কা ও ৬টি চার হাঁকিয়েছিলেন তিনি।