বৃহস্পতিবার , ২ জানুয়ারি ২০১৪ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছাতকে বই বিতরনী উৎসব সম্পন্ন

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২, ২০১৪ ৮:০৫ অপরাহ্ণ

Chhatak Photo--Bছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি :    ছাতকে আনুষ্ঠানিকভাবে বই বিতরনী উৎসব সম্পন্ন হয়েছে। উপজেলার ১শ’ ৭৮টি সরকারি, রেজিঃপ্রাথমিক ও ৩৬টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামুল্যে এসব পাঠ্যবই বিতরন করা হয়। বৃহস্পতিবার সকালে পৌর শহরের বাগবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরন উপলক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইফুর রহমান চৌধুরী খোকনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক নিত্যরঞ্জন দাসের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আইনুর আক্তার পান্না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার সাহা, অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর নজরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই। বক্তব্য রাখেন, বিদ্যালয়ের শিক্ষার্থী নাফিজ আরাফ, দ্বীপ বনিক রুহন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক সুলতান মাহমুদ, আক্তার জাহান, ডলি রানী দাস, জাহানারা বেগম, শেলি রানী কর, হালিমা বেগম, মিছবাহ আক্তার, রিমা দাস, পরিচালনা কমিটির সদস্য রাজু আহমদ, অভিভাবক আলমগীর চৌধুরী, আব্দুল আলিম, রাসেল মাহমুদ, মাসুক মিয়া, ছয়ফুল আলম প্রমুুখ উপস্থিত ছিলেন। এদিকে মন্ডলীভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলালুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষিকা বাসবি চৌধুরী লিলির পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর তাপস চৌধুরী, সদস্য আশরাফুল ইসলাম সুহেল, বাবুল রায়, মরিয়ম বেগম। এ সময় শহিদুর রহমান সুহেল, আকিক মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
অপরদিকে কৈতক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরনী অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শামছু উদ্দিনের সভাপতিত্বে ও  প্রধান শিক্ষক জুলহাস উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি, সাংবাদিক নুর মিয়া রাজু, শিক্ষক জয়প্রকাশ ভৌমিক, আব্দুল হক, রওশন আরা বেগম, দিলারা বেগম, রুপিয়া বেগম, সহকারি শিক্ষক শেলি রানী দে, লেভি রানী তালুকদার, পাপিয়া আক্তার, রাজশ্রি তালুকদার, শংকরি রানী দে, পরিতোষ পুরকায়স্থ প্রমুখ।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!