ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি চলাকালে ছাতকের গোবিন্দগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১৮দল। ২ জানুয়ারী বৃহস্পতিবার সকালে গোবিন্দগঞ্জে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে ১৮দলের বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পুরানবাজার পুলের মুখ থেকে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডিগ্রী কলেজ গেটে এসে সমাবেশে মিলিত হয়। উপজেলা বিএনপির সভাপতি ও ১৮দলীয়জোটের উপজেলা আহবায়ক আলহাজ্ব মোশতাক আহমদের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারী ও ১৮দলীয়জোটের যুগ্ম সদস্য সচিব মাওলানা আকবর আলীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মখছুছুর রহমান, সুনামগঞ্জ জেলা বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক রুহুল আমীন, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, সহ-পলী উন্নয়ন বিষয়ক সম্পাদক কাজি মাওলানা আব্দুস সামাদ, উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারী কাজি মনসুর আহমদ, উপজেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি আমির আলী, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আতাউর রহমান এমরান, বিএনপি নেতা নুর আলম মেম্বার, ছাদিকুর রহমান, মইজ উদ্দিন মেম্বার, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক কয়ছর আহমদ, জামায়াত নেতা আমিরুল হক মেম্বার, যুবদল নেতা দিদার আলম, জহির আহমদ, জগলু মিয়া, এমরান আহমদ, এমাদ উদ্দিন, মিজানুর রহমান, উপজেলা শ্রমিকদলের সহ-সভাপতি চেরাগ আলী, সাংগঠনিক সম্পাদক মিছবাহ আহমদ, উপজেলা পশ্চিম শিবিরের সভাপতি জুবায়ের আহমদ, পূর্ব শিবিরের সভাপতি আব্দুল তাহিদ, ছাত্রদল নেতা সাজু আহমদ, আব্দুল মন্নান, আতিকুর রহমান, জগলু আহমদ, মহিব আহমদ প্রমুখ।